আমরা পশু, যিশুর কাছে সহাস্য আবদারে,
হাত জোর করে মনে মনে ক্ষমা  চাইতে পারি,
ভাবিনা একবারো তার নিয়ে, যে জন্ম নিলো পতিতালয়ে ...


অসুস্থ সমাজ আঙ্গুল তুলে বলে না কখনো,
যখন গেছিলি তুই পাপ রোপন করতে,
দায়িত্ব তোর লালন-পালন করার, কেন সে পতিতালয়ে?


সইতে পারি ? নিজের রক্ত দুঃখ করে, ভিক্ষা যত,
কোনো খোদা করবে না মাফ , তুই যাবি জাহান্নামে,
দোষ তার এই যে, তার জন্ম পতিতালয়ে?


আবার পতিতালয় না থাকলে আমরা হতাম আরো বর্বর,
এখন সাতবছরের ধর্ষিতা হলে ,
তখন তা নামতো সাত মাসে।


বরং জন্ম হোক তার সেই  বস্তির পতিতালয়ে ...


-তাং ২৬/০৩/১৭ (রবিবার)