ক্ষুধা কি, সে কি তুমি জানো, যে আমার পাশে দাড়াবে?
চিৎকার যা করো সব নিজের জন্য, তবুও মিথ্যা বলবে?


ক্ষুধাতে কতটা কষ্ট হয়? আবার কখন তা অভ্যাসে দাড়ায়?
তুমি কিচ্ছু জান না, তবুও শুধু করো খাই খাই?


ক্ষুধা, কোন বয়সে আদতে দাঁড়ায়, কোন বয়সে করে গ্রাস ,
কখন চাপে রক্ত মাথায়? কখন অভিমান হয় হ্রাস?
তুমি কিছুই জানো না।


ক্ষুদা কি, তা না জেনেই বড়াই করে তাঁবেদার,
এ ক্ষুধাতো তোমার সৃষ্টি, হে অতীতের জমিদার।


এখন তোমার নতুন বেশ নতুন ভেশ,
ক্ষুধার রাজ্যে ছ্ড়াও দ্বেশ,
নেতারূপে আবির্ভাব,
একদিনর গরীব সেজে,
ভাবো নিজেকে অবতার।  


তুমি কি জানো?


ক্ষুধা হয় অসহ্য, দুধের শিশুর চিৎকারে,
হায় খুদা! মারা কি যাবে এই কচিপ্রান অনাহারে?


তারপর একদিন তারো কান্না যায় থেমে কোন আঁধারে,
এ অভিজ্ঞতা আছে কি বাবু? বিচার চাই ওনার দরবারে।