গাঁয়ের চোর চুরি করে পাড়ার গোয়াল ঘরে,
তথ্যচোর চুরি করে কম্পিউটারে কোট টাই পড়ে।


বিংশ শতাব্দীর মহার্ঘ্য ছিল তরল সোনা,
একবিংশ শতাব্দীতে কদর তথ্যের রচনা।


আজকে আমাদের সকল কাজে তথ্যই সঙ্গী,
তথ্য ছাড়া অচল সব, হয় কত অদ্ভুত ভঙ্গি।


সবার হাতে তালু বন্দি কতসব তথ্য,
কিছুটা থাকে অর্ধসত্য বাকিটা বিকৃত।


এমনিতর বিকৃত তথ্য ছড়িয়ে দিয়ে পরে,
হিংসা ছড়াই অহেতুক, শান্তি হরণ করে।


এর মধ্যে চুরি যায় আমার আপনার তথ্য,
শত্রু সব মিত্র সাজে,থাকে ষড়যন্ত্রের গন্ধ।


আমার আপনার ভালমন্দ ওরা বিচার করে,
তথ্যের ততব্য জালে মগজ ধোলাই চলে।