বড়লোকের হিসেব শুধু জমিন-আশমানে,
গরীবের জীব্ন যাই দিন-গুজরানে।
বড়লোক হিসাব করে একর একর জমি,
গরীবের ভাগ্যে না জোটে, আড়াই হাতো জমি।
শহুরে বাবুদের পছন্দ আকাশচুম্বী ফ্ল্যাট,
ভিখারী খুঁজে যায় ফুটপাথের ভ্যাট।


বড়লোকের পয়সা বাড়ে, গরীবের রক্ত চুষে।
গরীবরা খাটে বলেই, বড়লোকেরা আছে ঠাঁটে।
গরীবরা করছে যখন গরমে হাস-ফাস,
তোমার সর্বদা ঠান্ডা ঘরে বাস।
গরীবরা যখন কঠোর ঠান্ডায় কাবু,
গরম কম্বলে তুমি যবু-থবু।


কটা গরীব পেল তার প্রাপ্য অধিকার,
নামটাই বড় তোমার, মনে অন্ধকার।।


-তাং ৪/৪/১৭ (মঙ্গলবার)