শূন্যস্থানের পূর্নস্থানে করতে তোসামোদি,
মেধার বিচার না হয় হল, অমেধার আবাদি।


ভয়ভীতিতে অনেক সময় লোক নিয়োগের পন্থা,
তা না হলে হুমকি চলে,উরতি দাদার বান্দা।


সরকার শুধু উপদেশে আগের সরকারের বিচার,
বেকারত্ব সৃষ্টিকারীর বিরুদ্ধে নির্বিকার।


নিজপন্থায় আপনবলে ওঠো বাঙালী জাতি,
বানিজ্য চিন্তার হোক বিকাশ ঘুচুক আধার রাতি।


দেখ কিভাবে উঠছে পৃথিবীর অন্য সকল সমাজ,
বিদ্যা-বুদ্ধি লাগুক কাজে উঠুক নতুন আওয়াজ।


-তাং ২৯/০৫/১৭ (সোমবার)