হিংসায় মরি তো আমরা, তাতে তোমাদের কি এসে যায়?
ধর্মোন্মাদনার আড়ালে চালাও হিংসামন্ত্র-এর সাফাই।


আমরা গরীব আমরা দীন রাস্তাই খেটে খাই,
তোমার মত ঝগড়া করার আমাদের সময় নাই।


কাল থেকে ফেরেনি বাবা, রাতে ঘুম নায়,
কই কেউতো আসেনি বলে, চল খুজতে বেড়াই।


তোমরাতো গোল লাগাও ঠাণ্ডা ঘরে থেকে,
তোমার গুন্ডা পোড়াই ঘর আমার খড়ের চাল দেখে।


কিকারনে হিংসা ছড়াও কিছুই বুঝি না,
এটা বুঝি টান পড়েছে ভোটে, ফাকা ভাড়ার খানা।


ধর্মোন্মাদনাই এমন ছড়ায় দাবানলের মত,
আমরা ছোটগাছ মরি তাতে, হাসো তোমরা তত।


পরিস্থিতির ফাইদা নিয়ে তোমরা হিংসা ছড়াও,
সবার পিছনে প্রছন্ন আছে ভোট রাজনীতির দোহাই।