"নয়নমনি" আর "প্রান" ভাল  আছে কি?
একটা "হ্যা" এর অপেক্ষায় আছি।


ভেবেছিলেম পদ্মার পানি মিশবে গঙ্গার জলে,
পদ্মার পানি আর গঙ্গার জল বইবে সমান্তরালে।


কিন্তু হায় এস্বপ্ন মোর থেকে কি যাবে বৃথা?
কবে এই জাতী কাটিয়ে উঠবে অহেতুক তিক্ততা।


কেউ বাত্য নয় বলেছিনু উচ্চস্বরে,
দাড়িত্ম আর টিকিত্ম কি বিভেদ গড়ে?


না! এটা ভ্রান্তি অতিশয়,
কোন ধর্ম  নাহি বলে  নিতে হিংসার আশ্রয়।


অধার্মিকরাই বিভেদের প্রাচীর গড়ে,
কুবাক্য,কুতথ্য দিয়ে প্ররোচিত করে।


আসলে উদ্দেশ্য অন্য কোথাও,
ষরযন্ত্র একটাই দাঙ্গা লাগাও।


চলো এটা অঙ্গিকার করি এই মাহেন্দ্রক্ষণে,
মিলিব মিলাব দুদেশ সংস্কৃতির শোপানে।


সবইতো একই ছিল বঙ্গভঙ্গের আগে,
না ছিল কোনকিছু প্ররোচকের প্যাঁচে।


হটাত কোথা থেকে ধুমকেতু প্রায়,
কুচক্রীর রক্তচক্ষু অস্ত্র সানায়।
তারপর অনেক জল বয় পদ্মা-গঙ্গা পরে,
আমাদের বিবেক আর হিংসায় "না" করে,
তবুও আজো বধীর মোরা এই উন্নত যুগে,
প্ররোচনায় পা বাড়াই, ভবিষ্যৎ না ভেবে।
দেখ ভাই, দুই জাতীই স্বকৃত আজ বিশব মঞ্চে,
পুরস্কৃত আপন আপন শৌর্যে।
তবু কেন বৃথাতর্কে এখনো জড়াই,
মূল্যবান সময় হেলায় হারায়।