আলাপ আলোচনা বহু পুরাতন রীতি,
আলোচনার সমাধান হয় জটিল স্থিতি।
আলোচনা করিতে ভয় তাদেরই হয়,
নুন্যতম যুক্তিও যেখানে প্রজজ্য নয়।
সেখানে বাহুবল সর্বস্য ধংসের সারি,
আলচনায় নিমরাজি বদজাতের হাড়ি।
অস্ত্রের ডগায় চলে শাসনের বুলি,
দোহাই দেওয়া হয় অতীতের ঠুলি।
সাধারনের নেই অধিকার আলোচনায়,
প্রশ্ন,কেন দিয়েছিলে ভোটের সায়।
সাধারণ অসহায় শান্তির খোজে,
শাঁখেরকরাত দুদিকেই যে কাটে।
নিরুপায় জনতা বাছে বাচার পথ,
বৃথা যায় সরকারের  সুরক্ষার শপথ।
সরকারের দায়িত্ব না ছোট হয় তাতে,
প্রসস্থ করতে হবে, আলচনাটাকে।
কুচক্রিদের সমাজ থেকে ছেটে,
জন সাধারনের মন হবে পেতে।
সবাই মোরা একই দেশের  সমান নাগরিক,
বিপথগামীতার সন্ধান করতে হবে মানবিক।
অভিমানী পুত্রকে কি পারে পিতা ছাড়তে,
আলোচনায় মান ভাঙাতে হবে সরকারকে।