তফাৎ শুধু এটাই যে,  তোমার রক্ত নীল,
তফাৎ এটাও বলতে পারো, আমি শঙ্খচিল।


তফাৎ প্রথম  তুমি গড়ো, আমার চিন্তাকলা।
তোমার চাকর চুরি করে, আমার পটের মেলা।


তুমি শুধু এটাই বলো আমার এরা ওরা,
তোমার নামে সাজে রোজ শহরের পাঁচতারা।


তুমি গনক ডেকে বল, আমিই রাজা হব,
তুমি যেখানে দাঁড়িয়েছ তার নিচে আমরা শোব।


তফাৎ শুধু এটাও বলি, নায়েব-গোমস্তা সঙ্গে,
তফাতো আছে, আমার-তোমার ওই মেরুদন্ডে।


তফাৎ তুমি গড়েছিলে , হয়ে বৃটিশ ভৃত্য,
তা না হলে, স্বাধীন দেশে টিকতো না কোন শর্ত।

বৃটিশ গেল তুমি গেলে না, তোমার দাদাগীরি।
এখনও তুমি নেতা রূপে করছো জারিজুরি।