রক্ত চাই তোদের, তোরা আমায় রক্ত দে,ভোট লড়ব আমি,
তা ছাড়া জমবে না এই খেলা, রক্তপাত আর খুনোখুনি।


আজকালকার দিনে সব কিছু ভাড়িয়েই চাই ভোট ,
বোঝা মুসকিল,  ঘোটের ভোট না  ভোটের ঘোট।


বাবা সাহেব থাকলে করতেন আক্ষেপ ,বদলাতেন সংবিধানের ভাষা।
তাও থাকতো কিছু ভালো হওয়ার আশা।


ইস্তেহার অনুযায়ী কাজ হয়না বিন্দু মাত্র।
আর বোকা বানানো হয় আম-জনতাকে, দিবা রাত্র।


চলছে এ প্রথা চিরাচরিত,
এটা ভোট ব্যবসার কথিত।


ছুতো কিছু না পেলে ধ্র্মকে করা হয় হাতিয়ার,
নেতাদের আবার জাত? আছি বিজয়ায় , না ছাড়ি ইফতার।


সব জায়গায় রাজনীতি, ওরে পামর,
একটু শান্তি কি দিবি না, তোরা বড্ড বর্বর।


-তাং ১০/৬/১৭