ব্যস্ততা মানুষের সৃষ্ট জটিলতর সংযোজন,
জীবনে ব্যস্ততা না হলে হয় কি সম্মান বর্ধন?


দেখ তারে, দেখ আমাকে! সবাই দেখাই ব্যস্ত,
সব দেখানোর পিছনেই আছে ষড়যন্ত্র মস্ত।


দেখেও যখন শিখল না ব্যস্ততার নাটক,
কাজের যতই হোক, সহ্য করুক বাচক।


কাজের পিছনে কাজ দেখিয়ে চলে সব চালাকি,
ব্যস্ততা শুধু খাতার পাতায়, আসলে সবই ভেল্কি।


এ জীবনে হায়,
ব্যস্তবাগীশররা কথা বেচে খায়,
শান্তশিষ্টের উপর খবরদারি।
রাজার ফেউ করে সমস্ত,
কাঙালের শ্রম চুরি।