"বাক স্বাধীনতা" আজ এক ফ্যাশন,
বির্তক তাতে যত , তিনি তত মহান ।


সোস্যাল মিডিয়ায় তুলবে যে ঝড়,
তার হবে ঘরে-ঘরে কদর।


নিজের ঘরে আগুন জ্বলেও, সেল্ফি তোলে তারা,
প্রশ্ন হলে বলে, র্খব বাক স্বাধীনতা।


আজ চাই পাব্লিসিটি , এটা পাব্লিসিটির যুগ,
পাব্লিক বোকা? সবই হুজুগ।


নিজেকে বড়ই বোদ্ধা ভাবে,ওহে অর্বাচীন
বিদেশের দাশত্ব ছেড়ে, নিজের দেশকে চিন।


"বাক স্বাধীনতা" তারে বলে, যার থাকে কোনো সার,
পাগলের বিলাপ সব, বাকবস্তু অসার।


নিজেই তোরা আজাদ নশ, পরাধীন চিন্তার দাশ,
তোরা দিবি কিনা , বাক স্বাধীনতার আশ্বাস?


-তাং ৯/৪/১৭ (রবিবার)