রাগান্বিত ক্রোধাগ্নির নীচে অন্তশীলা প্রেমস্রোত,
সহ্যশক্তি বাড়ায় সহিবার দুঃসাহস।
নির্থক বাক্য ব্যয়,অভিমানের কথা,
কালকের রাজা , আজ সে প্রজা।


হঠাত মেঘে যেমন বারিধারার স্নান,
মাঝে-মধ্যে ঝরে পড়ে মান-আভিমান,
কুলায়ে শান্তি রক্ষায় ধীর স্থির মতি,
জানি, কপোতীর রাগের হবে ক্রমে আধোগতি।


বাদানুবাদে নেয় কোনো, সুরাহার সুর,
বাড়ে বিবাদ, শান্তি বড়ই দূর।
তাই অশান্ত যতই পরিবেশ হোক,
স্থিরচিত্ত প্রজা সহে, নহে সমালোচক।


"কষ্ট করলে, কেষ্ট মেলে" বহুদিনের কথা,
আধার কেটে ফ্র্সা হবে মেঘের ঘনধটা,
যতই করুক রাগ , মান - অভিমান,
রাগের নীচে চলছে জেন, অমোঘ প্রেমের টান।


-তাং ১১/৫/১৭ (বৃহঃস্পতিবার)