তপ্ত দিবা, তপ্ত রাত্রি , শুষ্ক গ্রিবা , রুক্ষ ধরিত্রী,
শব যেন জ্বলছে জীবতদশায়।
সূর্যদেবের ক্রোধাগ্নিতে পুড়ে ছাই সর্বত্র,
যেন বিনাশ লীলায় ধংস উপনিত।


প্রকৃতির এই প্রখর রূপ,
উত্তর উত্তর বাড়ছে ধুপ।
এসব জেনো মানব পাপের ফল।


ক্রমাগত লাভের তরে,
কার্ব্ন-ডাই-অক্সাইড দিয়েছ ভরে,
ভেবেছো কখনো পরিবেশের কথা?


কার্ব্ন-ডাই-অক্সাইড তাপ ধারন করে,
উত্তর উত্তর তপ্ত করেছে ধরা।
গলিছে তুষার , ভরেছে সাগর , খাইবে ধরার ভূমি,
সোনার বাংলা পরিণত হবে রুক্ষ রাঢ়ভূমি।


বৃক্ষ কেটে হয়েছে শহর, রোপিত হয়নি যথেষ্ট,
শোষন করবে কে এ বিষধোঁয়া? ফুসফুসের হবে কষ্ট।


এখনো যেটুকু আছে সময়, যদি মোরা গাছ লাগাই,
বাঁচতে পারি, পেতে পারি সবুজ পৃথা,
তা না হলে এ কবিতা লেখাই বৃথা।


-তা্হ ৯/৫/১৭ (মঙ্গলবার)