একেলা এই জগৎ-মাঝে
তোমার কাজে সকাল-সাঁঝে
রয়েছি পড়ে।

ঘুমাতে চাইনা আমি -
জাগাও তুমি, ভোলাও তুমি
নিত্য সুরে।

তোমার সাথে চলবো পথে
ত্যাজি সকল ভয়,
হাতটি কভু ছেড়ো নাগো
ওগো দয়াময়।
আসুক বিঘ্ন, আসুক বাধা
জীবনসুতায় গাঁথা মালা
গলায় পরে।।