আমি যশ চাইনা, অর্থ চাইনা,
শুধু "মা মা" বলে ডাকতে চাই;
আমি সুখ চাইনা, শান্তি চাইনা,
শুধু "মা মা" বলে ডাকতে চাই;
আমি মুক্তি চাইনা, মোক্ষ চাইনা,
শুধু "মা মা" বলে ডাকতে চাই।