বুঝেছি বুঝেছি মাগো -
তোর কারসাজি।
নিঃস্ব করে দিয়ে মোরে,
ডাকবি কাছে পাজি।

দে মা তুই যত দিবি
দুঃখ দু হাত ভরে,
নেব সবই মাথা পেতে
অভিযোগ না করে।

তোরে ভিন্ন কিছুই যে নাই
মোর চাহিবার।
তোমার চরণ জীবন-মরণ
আকাঙ্ক্ষা আমার।

তোর ওই কোলের কাঙাল হয়ে
কালীচরণ রয়,
হাতটি কভু ছাড়িস নে মা,
এইটি শুধু ভয়।।