সহজ, সুন্দর, স্বাভাবিক পথে চল,
হয়ে ধীর, নম্র, নির্ভীক, কথা বল।

অজ্ঞানতায় জ্ঞানের প্রদীপ জ্বালো,
বিচার দ্বারা দ্বন্দ্ব ছুঁড়ে ফেলো।

দেখো মানুষ করছে টলমল,
ভালোবেসে তাদের নিয়ে চল।

বাঁধন গড়ে বাঁধন মুক্ত হল,
এমনভাবে জীবনে এগিয়ে চল।।