শিল্প যে আজ কি তুঙ্গে উঠেছে- ভাবা বড় দায়!
তুমিও শিল্পী, আমিও শিল্পী, শিল্পী ভরা দুনিয়ায়।
লোহা নিয়েও শিল্প হচ্ছে, শিল্প বেসন দিয়ে!
রং-তুলি আর কলম-ঘুঙুর: শিল্প এসব নিয়েই।
গিটার-বাঁশি-তবলা দিয়ে গানের শিল্প আছে–
বেকার মানুষ শিল্প খোঁজে পলিটিশিয়ানদের কাছে।
শিল্পী বলে শিল্প জানে, অন্য কিছু জানা নাই।
সবই তো আজ শিল্প। শিল্প চারিদিকে ভাই।
অভিনয় শিল্প যেমন আর অভিনেতা শিল্পী,
রাজনীতি করাও শিল্প এখন, বাগিয়ে নিয়ে তল্পি।
সিনেমা বলো, গান বলো, বলো পড়ালেখা...
চাকরি-বাকরি- আঁকাআঁকি সবই তো ভাই দেখা।
বিরাট বড় শিল্পী আমি, খেলা হোক বা রাজকর্মে।
শিল্প নিয়ে চর্চা করি প্রতিদিনের গলদ্ঘর্মে!
শিল্পী বলেই শিল্প জানি, অন্য কিছু জানা নাই।
আমার তো চতুর্দিকই শিল্প দিয়ে ঘেরা ভাই।
সবকিছুতেই অল্পবিস্তর ভাগ বসিয়েছি শিল্পে
শিল্প দিয়ে অনুকবিতা আর কত অনুগল্পে।
সিনেমা কিভাবে সুপারহিট হবে আমার কাছে জানো;
এত বেশি চর্চা করি পাবে না এমন কোথাও কোনো।
শেক্সপিয়ার-কিটস-শেলী থেকে রবীন্দ্রনাথ-মধুসূদন
সবই ভরা এই মাথার মাঝে তাই শিল্পের অনুরণন।
শিল্পী হয়েই শিল্প ঘাটি, শিল্প ছাড়া কিছু জানা নাই।
সবকিছুতেই শিল্প দেখি, শিল্পই সব কিছু ভাই।
জিলিপি বলো, ঘুগনি বলো, তৈরিও একটা শিল্প।
কোটি টাকার ছবি-গানেও মাটির মানুষের গল্প।
তুমিও দেখো, আমিও দেখি, শিল্প কিছুই নাই!
তবুও দেখি চারিদিকে শিল্প-শিল্পই ভাই।
আমার মত শিল্পী যদি আরেকটা পাওয়া যায়:
দুজন মিলে দুনিয়াটাকে শিল্পময় করব তাই।
তুমিও শিল্পী, আমিও শিল্পী, অল্প বিস্তর ফারাক আছে;
তবুও শিল্প কম নেই, দুনিয়া শিল্পেতে ভরে গেছে।
শিল্পী হয়েই শিল্প করি, শিল্প ছাড়া কিছু জানা নাই।
চারিদিকেই শিল্প দেখি, শিল্পে ভরা এই দুনিয়ায়॥