কথা বলার ছিল অনেক। শোনার মানুষ কই?
নিজের কথার জীবন তাই কবিতাতেই সই।


স্বপ্ন দেখি। রাত্রে ঘুমে, আবার দ্বিপ্রহরেও কত।
মানুষ নেই এই জগতে স্বপ্নগুলো বলার মত।


ছন্দ তাই ভিতর থেকে ডুকরে কেঁদে বলে...
সঙ্গী মোর একটাই, কবিতার সম্বলে।


চুপ থাকা ভীষণ প্রয়োজন, কবিতা আসবে তবে।
এই পৃথিবীতে ভালবাসা শুধু কবিতাই আমার হবে।


গভীর চিন্তা, গভীর প্রশ্ন, কবিতার মাঝেই সব।
নিতান্ত গরীব আমি, মনে শুধু ছন্দের কলরব।


চিকচিকে রোদ্দুর, সৈকতের ঢেউ, বালুচরের বালি...
সুখ শুধু ভালবেসে এক টুকরো কবিতার ফালি।


এই আছি, এই নেই, সময়ের বড্ড অভাব।
আমি গেলাম, যাই; শুধু রইবে কবিতার ভাব।