শত কর্মের পুণ্যফল – মানবজন্ম,
গত জন্মের কর্মফল – মনুষ্যত্ব ।।
মোহমায়ার ধারক বল – রক্তমাংশের শরীর,
জন্মান্তরের প্রধান কল – অবিনশ্বর আত্মা ।।
তারই মাঝে আয়ুষ্মান – অবুজ মন,
এই মনের বাসস্থান – সবুজ হৃদয় ।।
যার কলস পূর্ন – মধুর ভালবাসায়,
তা লুঠে মহাধন্য – প্রেমী যুগল ।।
এই প্রেমের বাঁধনে বদ্ধ – সুখী জগতবাসী,
তাই প্রেমহীন জীবন – দুর্ভাগ্যের দাসী ।।
সম্মান দেওয়ার পরিণাম – সম্মানিত হওয়া,
গৌরব বাড়ানোর পরিণাম – গৌরবান্বিত করা ।।
ভালোবাসার পরিণাম – দুঃখী হওয়া,
ত্যাগের পরিণাম – সান্ত্বনা পাওয়া ।।
তবু ভালোবেসো – ঘৃণা ত্যাগ করে,
এই পথের দ্বারাই – জীবন শান্ত রবে ।।
এগিয়ে চলো পথিক – ‘না পাওয়া’ ভুলে,
নষ্ট জীবন লভিবে – ‘সব পাওয়া’ হলে ।।