বন্ধু হলো সেই...
যে সবসময় আমার পাশে থাকে।।
যে আমার আমিকে আমার চোখে তুলে ধরে।।
যে আমার দোষকে নিজের গুন দ্বারা ঢেকে রাখে।।
যে দিবারাত্র মনের কোনে বসে থাকে।।
যে আমার আত্মার আত্মীয়।।
বন্ধু হলো সেই...
যার সাথে আমার সুখ-দুঃখ ভাগ করা যায়।।
যার উন্নতি আমাকে উন্নত করে।।
যার অবহেলা নিজের জীবনকে ব্যর্থ করে।।
যার ভালোবাসা জীবনকে ধন্য করে।।
যার সাথে আমার বড়ো হওয়া।।
বন্ধু মানে...
যার সাথে জীবনপথে দুকদম চলা।।
যার উপর নিশ্চিন্ত হয়ে ভরসা করা।।
যার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস রাখা।।
যার আগমনে জীবনের মধুরতা আসা।।
যার গমনে চোখের কোনে জল আসা।।
আমি ধন্য! ধন্য তাকে পেয়ে-
যে আমার ‘অন্তরের টান- প্রানের দোসর’।।