তখন, আমি নতুন নতুন,
সদ্য প্রকাশিত।
তখন, তুমি নবসাজে,
সদা জাগরিত।।
তখন, আমার সব অচেনা!
রাস্তা গেছি ভুলে।
তখন, তুমি চেনা মুখে,
আমায় দেখা দিলে।।
পথ হারিয়ে, ভয়ে ভয়ে...
শুধিয়েছিলেম তোমায়!
“মহাশয়!,
এই পথের শেষ কোথায়??”
তখন, তুমি হাস্য মুখে বলেছিলে, আমায়-
“তুমি যাবে যেথায়!”
হয়তো, তুমি বুঝেছিলে,
আমার গমনস্থল!
তাইতো হেসে বলেছিলে,
“এগিয়ে যেও- রেখে বুকের বল”।।
কিন্তু, তোমার হেঁয়ালিপনা,
আমার ভালো লাগেনি!
ভেবেছিলেম, দুষ্ট তুমি,
আমায়, সত্যি বলোনি।।
তারপর, যখন এগিয়ে দেখি,
সামনে কর্মভূমি।
তখন থেকে মনের মধ্যে,
জায়গা পেলে তুমি।।
আজও তোমায় ভরসা করি,
খাঁটি মানুষ ভেবে!
তুমি তোমার মানটি রেখো,
হেঁয়ালি বাঁচিয়ে রেখে।।
জানো, আজি উল্টো পথে,
হারিয়ে গেছি আমি...
তাইতো, সদায় খোঁজে তোমায়,
আমার চক্ষু দুই খানি।।
শেষকালেতে, অনুরাগের সুরে,
শুধাই আবার আমি...
ওহে!  পথপ্রদর্শক!
কোথায় গেলে তুমি??