আমি হলাম ছোট্ট কলম,
তোমার কাছের বন্ধু ভাই!
স্কুল-কলেজ-সবখানেতে-
আমায় ধরে রাখা চায়!
কেউ বা রাখে বুক পকেটে,
কেউ রাখে হাতে।।
কেউ গোঁজে কানের পাশে,
কেউ বা খোঁচে দাঁত!
অফিস-আদালত!- সেখানেও
আমার বিরাম কভু নাই!
রক্ত লালে রাঙা আমি,
ছাত্রের খাতায়!
উত্তরটা সঠিক হলে,
রেহাই আমার তাই!
শীতকালেতে জমে গেলে,
কেউ বোঝে না আমায়!
ঘষে ঘষে গরম করে,
যাতে লিখতে পারা যায়!
লিখতে আমার ভালই লাগে,
যদি লেখক আদর দেয়!
পড়লে কালি, লিখলে ভালো,
ধন্যবাদ পাওনা আমার তাই!