বাবার কঠোর পরিশ্রমের সারাদিনের  ক্লান্তি দেহ
পায়ে পথের ধূলা মুখে তৃপ্তির শুকনা হাসি
মা বলতো আমার জন্য বাবার
কষ্টের সকল আয় রোজী।


বাড়ি ফিরলে জাপ্টে ধরে,বাবা ডাকতাম আমি
মুখে থাকতো হাজার বাইনা
বাবা আমায় দিতে  হবে এক্ষুনি
মা বলতো তোমার বাবা ক্লান্ত,করোনা পাগলামি।


বাবা হাসতো, মাকে বলতো
খোকা আমার করতে দাও পাগলামি
পকেট থেকে বাহির করে দিতো বাবা
আমার বাইনার জিনিস গুলি ।


বাইনার জিনিস পেয়ে,আমি মহা-খুশি
বাবার গালে,মুখে,ঠোঁটে দিতাম আদর
বাবা খুশি হয়ে মাকে ইশারায়  বলতো
দেখো আমার ক্লান্তি পরিশ্রমের আদর ।