দু'লোচনের আর কতোটা নিদ্রা কেড়ে নিভে
নিঝুম  নিস্তব্ধ নিশাত কালো তিমিরে ।
দু'লোচনের আর কত অপ জড়াবে বল
তোমার অবয়ব অঙ্গ-প্রত্যঙ্গের তৃষ্ণা মিটাতে ।
আর কত ভাবনার তল দেশে নিমজ্জিত করিবে
এ দেহ মরুর তপ্ত  রদ্দা বিভাবসু শব- কে ।
যে দিন  নিদ্রা  আসিবে নিদ্রাহীন দু'লোচনে
সে দিন হয়তো বড্ড খেয়ালি হবে অনুতাপে ।
সেদিন কী তোমার নিদ্রা আসিবে অপ তৃষ্ণাতে  
আমাকে যখন আবরণ করে রেখে আসিবে
অন্ধকার পোকা মাকড়ের মৃৎ দেহপাতে ।
আমার নতুন পরিহিত সিত কাফনের কাপড়
তোমাকে খুঁজে ফিরিবে নিশা-অহঃ লোকে  ।
কাফনের কাপড়ের গন্ধে তুমি হয়তো পারবেনা
নিঃশ্বাস নিয়ে অন্ধকারে শান্তিতে নিদ্রায় যেতে ।
অবনীপুরে তোমার প্রিয় হতে পারলাম না
আর তোমার প্রিয় হতে  চাইবো না স্বর্গপুরে
আমায় মাফ করে দিও তুমি মাফ করে দিও।