সে যে আমার পাড়া পড়শি
নামটি মায়া বতী
রূপে গুনে মায়া অনেক বুদ্ধিমতী
যাহার বদন পানে চাহনিতে
শান্ত হয়ে মু'দে দুটি আঁখি  ।


পদ্ম ফুলের মত মায়ার
কোমল একটি হৃদয়
সেই হৃদয়ে মায়া আঁকে কত ছবি
কলম দিয়ে লিখে ভালো
মায়ার আছে সুনাম আরো খ্যাতি ।


মায়া আমায় হিতৈষী  
ভাসে অনেক ভালো
মায়ার ভালবাসায় পাইযে
আমি অনেক অনেক দ্যুতি।


সেই দ্যুতিতে হৃদয় মাঝে
ধরেছি মায়া নামের আসন
সে আসনে মায়া প্রদীপ
জ্বলিবে যুগে যুগ যুগান্তর ।