নীল শাড়িতে একটি  নন্দিনী দেখে ছিলাম
তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল আনমনা হয়ে।
বদন তাহার দুধে আলতা,গাল দু'টো ঠুলুমুলু।
ঠোঁটে তাঁহার লিপস্টিক ঝল ছিল রূপালী আলো।
কালো-কবরী বেনি গাঁথা খোঁপায় গাঁদা ফুল,
নেত্র দু'টো তাঁর মায়া কাড়া কানে পরছিল দুল।
এক পলকে নিল কেড়ে আমার এ দেহ-মন প্রাণ।
হৃদয় কলিং বেল বেজে উঠলো প্রথম প্রেমের গান।
মন  আকাশে  ভেসে উঠে ঐ রূপের  ছবি!
মন সমুদ্রে  ঢেউ উঠেছে তরঙ্গ জোয়ারী।
সেই বাতাসে তাল মিলিয়ে ঝিঝি পোকার দল।
মশার সাথে সারা রাত্রি বেলা পালা গানের আসর।
মরিচ বাতি জোকানি পোকা রঙ করছে প্রজাপতি দল।
চাঁদ মামা আর তাঁরা গুলি দিচ্ছে তারা স্বর্গের প্রহর,
মেয়েটি আমার প্রথম প্রেম প্রথম ভালবাসা ফুল।
নাম ঠিকানা জানিনা তাহার মন হয়েছে ব্যাকুল।
যারে নিয়ে জাগ্রত হল এ মনে শত শত আশা,
মেয়েটি কী জানবে কোনদিন সে 'যে আমার
প্রথম দেখার প্রথম ভালবাসা ?