তোমাকে খুঁজে পাই সকালের শিশিরের বিন্দু কনাতে,
তোমাকে খুঁজে পাই দুপুরের তপ্ত ঘাম জড়া রৌদ্দুরেতে,
তোমাকে খুঁজে পাই বিকেলের হিমেল হাওয়াতে,
তোমাকে খুঁজে পাই অস্ত যাওয়া গোধূলি লগ্ন সূর্যতে,
তোমাকে খুঁজে পাই রাতের চাঁদ তারার আকাশেতে,
তোমাকে খুঁজে পাই রিমঝিম বৃষ্টির ফুঁটাতে,
তোমাক খুঁজে পাই স্টেশন ও জংশন স্টিমার  লঞ্চেতে,
তোমাকে খুঁজে পাই বাগানের ফুলের সৌরভীতে,
তোমাকে খুঁজে পাই বাউলিয়ানার মঞ্চেতে,
তোমাকে খুঁজে পাই নৃত্য শিল্পীর পায়ের  ঘুঘড়াতে,
তোমাকে খুঁজে পাই পাখির কল-কাকলিতে,
তোমাকে খুঁজে পাই রাখালের বাশের বাঁশিতে,
তোমাকে খুঁজে পাই মাঠের শস্য শ্যামল ফসলেতে,
তোমাকে  খুঁজে পাই নদীর বুকে পাল তোলা নৌকাতে,
তোমাকে খুঁজে পাই বৈশাখী মেলার ঐ হস্ত শিল্পতে,
তোমাকে খুঁজে পাই ফেব্রুয়ারি বই মেলার স্টলেতে,
তোমাকে খুঁজে পাই হাজারো স্বপ্নের অনুভূতিতে,
তোমাকে খুঁজে পাই হাজারো কবির ছন্দের কবিতাতে,
তোমাকে খোঁজে পাই স্বপ্নের অনুভূতি স্বপ্ত রঙেতে।