পশ্চিমের পালানে
কাইউম আজাদ


মুক্ত আকাশের নিচে,
মেহগুনি কাঁঠাল পাতার,
ভেদ করা সূর্যের কিরণে।
বাড়ির পশ্চিমের পালানে,
পাটির উপরে বসে।
বাঁশের আঁড়ে ছরানো
কাপড়ের আঁড়ালে।
গভমেন্ট সেনা কর্মকর্তার
সাথে বেকার কবির
গল্প গুজব হয়তো
হিংসে করে তপ্ত রৌদ্দুরে।
তাইতো পাতলা সেন্টু গেঞ্জি ভিজে
মিষ্টি হাসির আড়ালে।
বাঁধন যে পুরানো
ছোট বেলা ছিলাম একসাথে।
কত  দিন রাত কেটেছে
গল্প আর বিবাদ করে।
সেইসব স্মৃতি চারণ
হয় গল্পের ফাঁকে ফাঁকে।