জীবনের আরেক পিঠ উল্টে দ্যাখো অন্তর্দৃষ্টি মেলে
পঙ্কিল খানা-খন্দ, উৎকট গন্ধ, কিছু কী সেথায় পেলে?
মস্তিস্কের নিউরণে বেড়ে ওঠে পঙ্গপাল; দুয়োকীট যত
কলুষিত সমাজের বিষবাষ্পে পুষ্ট; ক্লেদে নিমজ্জিত!
অনাচারের চারণভূমি করেছ উর্বর; ছিল উষর প্রান্তর
দ্যাখোনি, কী করে বেড়ে ওঠে ধীরে, বিষবৃক্ষ বার বার?
শুভ্র কপোত হয়ে পায়ে পায়ে হেঁটে গেছো ঢের বহুদূর
দাপিয়ে ফিরেছ রাজপথ; থাবায় লুকিয়ে বিষাক্ত নখর!
বিবেক গিয়েছে মরে? বহুদিন ঢালোনি শেকড়ে জল?
আগাছা জঙ্গলে ভরেছে বিতান, যেন ভাগাড়ের জঞ্জাল!
ফিরে এসো উল্টো শকটে, ফেলে পুতিময় পথ অবতল
নির্মল হোক দূষণ ক্লান্ত তনুমন আজ গহনে স্বচ্ছ জল।


১১.০৪.২০১৮
মিরপুর, ঢাকা।