গত চার দিন ধরে আমার শব্দ-তাণ্ডব যাঁরা সহ্য করেছেন তাঁদের সহনশীলতা অবশ্যই প্রশ্ংসার যোগ্য ।
আমি তাঁদের সকলের কাছে কৃতজ্ঞ ।
আমি দুঃখিত যে কারো আলোচনা তেমন সময় করে পড়ে উঠতে পারিনি । কারণ আমার এক অতি নিকট জন অসুস্থ হয়ে পড়েছেন । প্রাথমিক সংকট কাটিয়ে উঠলেও এখনও মধ্য কলকাতার এক নার্সিং হোমে চিকিৎসাধীন । যাঁরা কষ্ট করে " ছ দ্ম বে শ" কবিতাটি পাঠ করেছেন  তাদের আলাদা করে আর ধন্যবাদ জানালাম না । সকলেই ধন্যবাদার্হ ।
    তবে কবি অতিরঞ্জনের নাম সবিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি কবিতাটির পূর্ণাঙ্গ না হলেও একটি মনোজ্ঞ আলোচনা করে দিয়ে অনেকটাই ভ্রান্তি নাশ করেছেন । এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ ।
আবার অনেক ধন্যবাদ ও  শুভেচ্ছা ।
সময়ের অভাবে আজ একটি ছোট কবিতা আসরে দিলাম।
ধন্যবাদ ।