আজ ই সকাল টায় আধার-কালো-
অনেক টাই অগোছালো;
অপেক্ষায় রোদের আলো,
ঘুমে বিভোর ;
সপ্ন নির্ভর -
আমার অলস শহর ,
চক্ষু বুজে ;
ভোর শালিকেরা পাতার ‍সবুজে -
জীবনের ই সুখ নিচ্ছে খুজে,
আর শন-শন-শন ;
ঠান্ডা ভীষণ-
মুক্ত পবন;
উড়ে বেড়ায় শহর ছাড়িয়ে এ বন থেকে ও বন।
আকাশের মুক্ত পাখিগুলি-
ভোর হাওয়ায় করতে  করতে কোলাকুলি;
ঘুরে-ঘুরে উড়ে এসে -
থামে আমার কার্ণিশে,অবশেষে;
ভোর ডাকা বৃষ্টি কণা হাসে-
আজ যেনো পথের পাশে,দূর্বাঘাসে;
কালো ভ্রমর গাছের পাতায় দোল খায়-
আর শব্দ  জাগায়, পাখায়-পাখায়;
আকাশ জুড়ে মেঘ সভার আলোচনা-
প্রকৃতিতে আজ যেনো  ভোর অভ্যর্থনা।।।