জীবন বাঁচানোর যুদ্ধে যারা সদা সংগ্রামী;
যাদের ঘিরে একটি জাতির সুশ্রী আগামী,
তাদের কণ্ঠে আজ জেগেছে প্রশ্ন ধ্বনি-
কেনো ব্যবধান এই গরীব-ধনী?
তাদের প্রশ্ন হোক আজ-
অধিকারে পিছিয়ে কেনো এই শ্রমিক-সমাজ?
আজ কেনো-ই বা নিত্য মতো হাসছে অমলিন হাসি-
জেলে,মাঝি-হাল চাষী?
কেনো বা খাটছে রুজি-
কারখানা শ্রমিক,কুলি,মজুর,মুচী?
তারা তো ঠিক খাচ্ছে খেটে’
আর সবাই কিনা তাদের ছুটিতে যাচ্ছে মেতে!
দু বেলার খাবারের যোগাড়ে আজ ও ব্যতিব্যস্ত  সেই কুমোর-কামার,
আসলে শ্রমিক দিবস টি কাদের জন্য?-প্রশ্নটি রইলো আমার।।।