করো বন্ধ ,আজ সবে করো বন্ধ
ঈর্ষা-হিংসা আর সব বিবাদ-দ্বন্দ্ব
করো বন্ধ
রক্তে-রক্তে যুদ্ধ
আর রক্তকে নিয়ে রক্তের ক্রদ্ধ
করো বন্ধ
রক্ত-রক্ত খেলা
আর রক্তকে করা অবহেলা
করো বন্ধ
কারণ-অকারণ রক্ত ক্ষরণ
অখবা রক্তে নিংড়ানো মৃত্যু বরণ
করো বন্ধ
হায়না হয়ে দূর্বলের রক্ত-পান
আরো রক্তকে করা অপমান
করো বন্ধ
রক্তের সাথে রক্তের বিরোধ
আর রাজপথে নামানো রক্তিম স্রোত
তোমার-আমার দেহ জুড়ে ,শিরে-শিরে বয়ে যাক ন্যায়-উদ্দীপ্ত এক-রক্ত,
রক্তে না শক্ত ,হও সবে হও যে আসক্ত;
আজ রক্তে জাগিয়ে প্রাণ
হোক রক্তে-রক্তে মিলনের আহ্বান।