-প্রবাস বন্ধু জাহিদ
বন্ধু আমার সুপ্রিয় -
প্রথম আমার ভালোবাসা নিও;
কেমন আছো বলো অতঃপর-
বন্ধু আমায় করিয়া পর,
আছো তুমি বন্ধু এখন দূরে প্রবাসে-
তাই তো খবর তোমার আর আমার কাছে এখন নিয়মিত না আসে;
মেসেঞ্জারে করি মেসেজ ,আর ইমো তে নক,
আর হোয়াটস গিয়ে দেখি বন্ধু তোমার আমার আইডি টাই ব্লক;
লগ-ইন করিয়া ও ফেসবুক –
বন্ধু দেখি না আর আগের মতো তোমার মুখ
কি করে দিই বা তোমায় কল-
তোমার নাম্বার টাও যে অচল;
মন যেনো বন্ধু করে কেমন কেমন;
কখনো তো ছিলে না অপরিচিত এমন,
আগে তো রোজ -
বন্ধু-সকলের নিতে খোঁজ......
ভূলে তো যা্ও নি তুমি,বন্ধুত্বের ঐ অতীত স্মৃতি-
অথবা বন্ধুত্বের বন্ধন আর বন্ধু প্রীতি?
যখন তুমি কাছে ছিলে সময় টা ছিলো সুমধুর;
আর এখন সময় টা কে ই লাগে নিষ্ঠুর,
প্রশ্ন করি সময় রে আমি ,কেনো বাড়াইলি দুরত্ব বন্ধু থেকে বন্ধুর;
থেমে গেলো আজ যে সব এসে সম্পর্কের এতো দূর,
যাহোক ভাবনা আর কষ্টের অভিব্যক্তি শেষে-
তোমার শুভ-কামনায় আমি বলছি হেসে ;
যেখানেই আছো,ভালো থেকো;
আর চিঠিটা পেলে বন্ধু আমার খোজ টা রেখো।।।
                                                                                                    ইতি,
                                                                   তোমার বন্ধু কাব্য হাসান