শোনো শোনো শোনো হে বন্ধু আমার মুমিন- মুসলমান-
আসিলো ফিরে বছর ঘুরে পূণ্যের মাস, ওহে মাহে রমযান;
রাখি চলো রোজা তবে -
ও মোর মুমিন বন্ধু সবে;
করি চলো  বেশি বেশি বন্দনা মোরা  এক প্রভুর(আল্লাহর)-
করি সংযম,তাহার জন্যে  করি আরো,কষ্ট সবুর;
ভুল হইতে রাখি দূরে মোদের হস্ত   ও এর কব্জি-
গুণি প্রত্যহ তার'ই নামে চলো গুণি মোরা তব্জি;
করি আদায় চলো  নিত্য মোরা সালাত-
সন্তুষ্টি তে  তাহার করি চলো, মোরা করি তাহার এবাদত  দিন- রাত।
তার ই নামে দারিদ্রে করি চলো বেশি বেশি অর্থদান;
প‌ূণ‌্যের প্রতিদানে নন তো তিনি এতো টুকু শর্তবান,
করি চলো রোজ করি তিলাওয়াত মোর বন্ধু মুসলমান-
তার ই দানকৃত শ্রেষ্ঠ কিতাব,পবিত্র কোরআন।
সদা সবে তার নাম চলো জপি,
আর চলি চলো সেই মতো,যাহা আল্লাহ করিয়াছনে বিধান আর শিখায়েছেন  মোদের প্রিয় নবী।