দিনের শুরু আমার, দেখে হাহাকার-
বাবার টাকার;
নাই টাকা নাই, ঘর অর্থশূন্য,
পারিবারিক শান্তি হয় যে ক্ষুণ্ণ -
তাই নিয়ে বিবাদ নিত্য;
মোরা আজ বলে ভাই নিন্ম-মধ্যবিত্ত।


চোখ মুছে কর্ম খোঁজ-
বিনা সকাল ভোজ;
ঘুরে-ঘুরে,হয়ে ভবঘুরে -
হেটে হেটে, খুঁড়ে খুঁড়ে ;
পাই না তবু কিছু রোজ।
হয়ে রই পথ ও ভৃত্য;
মোরা আজ বলে ভাই নিম্ন-মধ্যবিত্ত।


ভাগ্যখানি-
ক'রে কানাকানি;
লিপ্ত তামাশায়-
আমায় নিয়ে পথিক হাসায়;
জগতের দাবি স্বর্গ-ই নাকি নগদ উদ্বৃত্ত,
মোরা আজ বলে ভাই নিম্ন-মধ্যবিত্ত।