আমি দেখি রোজ;
বাস জানালায় রাখতে গিয়ে চোখ
সপ্ন হতে নিখোজ-
জীবনহত মানুষগুলির,নগর সড়কের;
জীবন টা ই যাদের কাছে এক নরকের।
আমি দেখেছি তাদের করতে দিন যাপন-
কাদা মাটিকে করে আপন।
আমি শুনেছি তাদের আর্তনাদ-
নগরের দিন-রাত;
নরকী-জীবন থেকে মুক্তির বায়নায়,
যারা রোজ মৃত্যু দেখে নির্ঘাত-
নির্মম পৃথিবীর আয়নায়।