দুনিয়ায় আছে যতো ইট পাথরের বাড়িঘর-
মানুষেই তার কারিগর;
ওরে রাখে না তো রাখে না কেউ খবর-
মাটির নিচে বানাইসে আল্লাহ বানাইসে কবর;
যাইতে হবে সকলেরে সেই ঘরে-
দুনিয়ার ব্যস্ততায়,কেউ কি আর তা চিন্তা করে?
মানুষ তুই পড়লি রে পড়লি আজ কিসের ও নেশায়?
কোন সে নরকস্থ পেশায়;
বুঝলি না রে বুঝলি না তুই  ভালো তোর,
নাই রে ভয় নাই রে বুঝি মরণের তোর মনের ভিতর;
ভূলে যাস, ভূলে যাস রে, তুই বিধাতার তৈরী মাটির মানুষ-
দুনিয়ার প্রেমে আছিস খুশ ;
দেহ হইতে যখন দম হইতে নিবে ফুস-
হবে রে হবে তোর তখন হুঁশ।
হায়রে মানুষ,
এইতো মানুষ।