১.
     -শব্দ মমতা
শতো-সহস্র-লক্ষ-কোটি শব্দ মাঝে
                            সুরেলা সাজে
        আমার কানে বাজে,কানে বাজে,  
মাগো তোমার মুখের কথা,
       আহা তাহার কি যে মধুরতা
আমি বরাবর-ই
       কান পেতে রই,মা আমি কান পেতে রই,
কখন বইবে তোমার মুখে শব্দ ঝড়-ঐ;
             আমি তাতে উচ্ছ্বাসিত বড়ো-ই
মা জানি না  আমি তোমার কন্ঠে কেনো এতো  মমতা!
******************************
২.
       কেউ শোন ওরে,কেনো বা সে
কেউ শোন ওরে,কেনো বা সে
           করিলো হরণ;
           আমার-ই মন?
যদি মোরে ভালো-ই না বাসে!
         না করিলো যতন
         আপন ও মতন
থাকিতো সে নিজেরও নিবাসে
     হরদম লুকায়ে বদন
কেনো-ই বা কাড়িয়াছিলো সে
   আমার ও দু চোখের ঘুম
   না ছিলো মোটেও মালুম
না জানি,না জানি রে, ফিরিবে কি সে!
আসি’লে বা তারে আমি লইবো কিসে
      আমার যে এখন,অধঃপতন