১.
     দূরন্তর পাখি ছানা


একটি পাখির ছোট্ট ছানা-
জেদ ধরেছে মেলবে ডানা ;
           ভেসে ভেসে মুক্ত আকাশে-
           মায়ের মতন নাকি সে,
দেখবে অজানা;


ভেংগে বাঁধা -
মেঘ কালো-সাদা;
           এইবার এইবার-
           হবে সে দূর্নিবার,
কাটিয়ে গোলক-ধাঁধা;


নাইকো ভয়-ডর
বড়ো সে দূরন্তর
           নাই তার ক্ষান্তি
           নাই বা ক্লান্তি
কেবল সে উড়বে-ঘুরবে,দেশ-দেশান্তর।
××××××××××××××××××××××


২.
       ল্যাংড়া কুনোব্যাঙ


  এক যে  কুনোব্যাঙ-
            যার কেবল এক ঠ্যাং;
            তা দিয়ে-ই মারে ল্যাং;
  আর নাচে বেশ- ঢ্যাঙ ঢ্যাঙা ঢ্যাঙ ঢ্যাঙ।।