১.
                   পাখি দুইটি


ওহে ময়না পাখি
শুনছো তুমি নাকি-
           আমি ভাই ছোট্ট ছানা-টিয়ে-
বলে তোমায় রাখি ;
       শোনো যাবে কি তুমি আমায় সাথে নিয়ে?


যেথায় তুমি যাচ্ছো ভাই -
যেতে ভাই আমি ও চাই,
           তোমার ডানায় করে ভর;
ভেংগেছে ডানা আমার তাই-
       তোমার উপর হবো আমি নির্ভর :


তাই শুনে বললো ময়না ঝাপ্টিয়ে তার ডানা-
না ভাই না না ;
           কেমন করে নিই তোরে বল-
আজ ক'দিন যাবৎ ভাই আমি খাইনিকো কিছু এক টানা;
        শরীর টা ভাই আমার বড্ড যে দূর্বল,


শুনে সব, বললো টিয়ে ছানা-
কেনো হে ভাই করছো মানা?
            উড়ো তো দেখি নিজে তুমি বেশ;
দেখো কতো জানা-অজানা,
          ঘুরে বেড়াও স্বদেশ-বিদেশ;


আর আমায় নিতে বললে-ই হাজার অযুহাত,
খাও তো তুমি সব্জি-ভাত-
              খাও আরো গাজর,
বড়ো আনন্দে কাটাও তুমি দিবা-রাত
         আর আমাকে নিতেই বাহানা দাও দূর্বল তুমি, ভাংগা  তোমার পাজর।।।।।
××××××××××××××××××××××××××××
২.
            দুষ্ট-মিষ্টি খুকী
একটি ছোট্ট দুষ্ট খুকী-
            মায়ের সাথে খেলে যে লুকোচুরি;
আর পেন্সিল হাতে করে কেবল
আকিবুকি-
            মিষ্টি হাসিতে সেই খুকিটির নাইকো জুড়ি;


ভালোবাসে সে পড়তে দুল-
              আর রাখতে বাবড়ি চুল;
জেদ করে  শুধু খুকী-ময়নায়-
              সাজবে নাকি সে সোনার গয়নায়;


পড়বে সে গায়েতে শাড়ি-
               নয়তো আড়ি আড়ি আড়ি তার মায়ের সাথে আড়ি;
কেদে-কেদে করে রোজ সে বায়না
                নাকি লাগবে তার লিপস্টিক,স্নু,আয়না।
×××××××××××××××××××××××××××××


৩.
            হুলস্থুল সেই কাণ্ড


এক যে বুড়ো  দাদা যেই উঠলো কেঁশে
তাই দেখে খুড়ো ওই হাদা দা সেই পেট ফুটলো হেসে
ভয় পেয়ে ছোট্ট রাধা ছুটলো অবশেষে
আর চোর বাবাজি সুযোগ নিয়ে ঘর খানি যে লুটলো এসে।।।।।