স্মৃতির গহীনে,অতীতের একটি মেঘলা দিনে
বৃষ্টি এলে,দৃষ্টি ফেলে
তোমার চোখে,অতি মনোযোগে
কিছুক্ষণ তাকিয়ে,পলক না বাকিয়ে
তোমাতে হারিয়ে,এক পা-দুই পা বাড়িয়ে
তোমার কাছে এসে,হেসে-হেসে
প্রেমে ফেসে,অবশেষে
ও  বালিকা,আমার সাময়িক হৃদয় চালিকা
বলেছিলাম  তোমায়,ভালোবেসে ফেলেছিলাম বড্ড, হয়ে নিরুপায়
তখন বলেছিলে  তুমি,যা হচ্ছে সব দুষ্টুমি
এ তো প্রেম নয়,শুধু অভিনয়
আমি মনের কথা বোঝাতে গেলে হায়,তৎক্ষণাত তোমার-ই বিদায়
তাইতো সেদিন দিয়েছিলাম ,বৃষ্টি-বলিকা তোমার নাম
যে হঠাৎ আসে,মেঘের আভাসে,
আবার যায় চলে ,নিজ মনে আপন ছলে।।