যে সংসার বাঁচাতে জীবন এর সাথে  করে যায় সংগ্রাম-
দিবা-রাত্রি অবিরাম,
বাবা বুঝি তার ই নাম;


যেই মানুষ টি সংসার স্বার্থে ঝরায়  ঘাম-
না খুঁজে নিজের জীবনের ই দাম,
বাবা বুঝি তার ই নাম;


যার কাছে হারাম-
সুখ-বিলাস-আরাম,
বাবা বুঝি তার ই নাম;


যে বাবা প্রতিদিনে-
আয় করে অথবা অতিঋণে;
আনছে জীবন রশদ করিয়া অর্জন-
দিয়ে নিজেকে বিসর্জন;
সেই বাবা কে সালাম সালাম আমার লক্ষ সালাম।।।।



উৎসর্গ-আজ বাবা দিবসে বাবা কে উৎসর্গ করে লেখা এই কবিতাটি।