রক্তক্ষয়ী,জীবন-জয়ী;
সাহস বুকে,বাধা রুখে;
একজন বাবার পথ চলা,
জীবন বাজী,যার সকল কাজ-ই;
অতি কষ্টে অর্জন্, যার উপার্জন;
সেই একজন বাবার কথা আজ হচ্ছে বলা,
যে সংসারী-জীবনভর ,হয়নি কো স্বার্থপর;
সয়ে শত ঝড়,আপন কে করে নি কভু পর;
সেই একজন বাবা পরের তরে ও ক্ষয়েছে তার জুতোর তলা,
একজন বাবা হয়ে আদর্শ,কেটে গেলো তার বত্রিশ টি বর্ষ;
সেই বাবা কে বলছি আজ আমি,আমার জীবনে তুমি যে বড়ো দামী;
তুমি আমার গর্ব,অহংকার সর্ব-
ভালোবাসি তোমায় ভীষণ ,এ কথা বলছি আজ উচু করে গলা।।।।।।