কত চিন্তার উদ্রেক হয়,
বিবেকের তাড়নায় কখনো কখনো ব্যস্ত হই।
জানা তো নেই হাল অবস্থা তার, কেমন আছে
শখের মানুষটা কত ভুল করে বসে স্বভাবতই।
শরীর স্বাস্থ্য ঠিক আছে তো, যত্নের কমতিতে-
নরম মনের মন খারাপগুলোরই-বা কি অবস্থা?
নানান প্রশ্ন কুঁড়ে কুঁড়ে খায় মস্তিষ্কের স্নায়ুকোষ
আমি অপারগ বড়ো তাই নিতে পারি না ব্যবস্থা।
বেনামি অধিকার নিয়ে দাবী চাওয়া যায় না
আগ বাড়িয়ে করা যায় না হস্তক্ষেপ কিছুতে,
আমার এদিকে কষ্ট হয় সিদ্ধান্ত নিতে যেয়ে
আমি ছিন্ন করতে চাইনা এ মায়াটান পিছুতে।
রগরগে স্মৃতি নেই তবু দগদগে ক্ষত প্রশমনে
যদি নিশ্চয়তা পেতাম হাস্যোজ্জ্বল আছে সে,
পৃথিবীর অংশ দূরের ঐ চাঁদ কাল পরিক্রমায়
নিজে হাসে আরো হাসায় নিয়ে রাজত্ব আকাশে।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ১২-০৩-২০২৪ (ফজরের পর)