তোমার কাছে তুমি সাদামাটা হতেই পারো
হতে পারো অলক্ষ্মী অপয়া একদম যা-তা;
কাঁচের আয়না দেখে বিরক্তি ফুটাও স্পষ্টতই
ছুঁড়ে ফেলতে দ্বিধা করনা কৌটোর আলতা।
হিজলের পেত্নী হয়ে বাতাসে উড়াও দীঘল চুল
সঙ্গে উড়ালে শাড়ির আঁচল যেন নৌকার পাল;
খুব সাধারণ ভেবে ভেবে একা মনে ক্লান্ত ভীষণ
কত অযত্ন অবহেলায় কাটে মানিনীর দিনকাল।
বলি কখনো আমার দু'চোখে নিজেরে দেখো
বুকের জলাশয়ে থাকে এক চাঁদের প্রতিচ্ছবি;
আমি দু'হাতের তালুতে রাখি তার মুখটা পরম
দেখি চোখের তারায় স্মিত হাসিতে নাচে পৃথিবী।
যার চুড়ির শব্দের শিহরণ যেন ঠাণ্ডা বৃষ্টির ফোঁটা
কানের দুলের পাথরগুলোতে নাগরদোলার ভয়;
আমি কারচুপিই করি প্রেমের লোভ সামলাতে
শুকরিয়া আমার স্রষ্টার তিনি কতই-না শৌর্যময়!
খুব খেয়ালে বানিয়েছেন তোমায় দেননি কমতি
চিবুকের তিলে গিয়ে প্রাণ আটকায় তাঁর ইশারায়;
তিলোত্তমা যে ইচ্ছের মালিক আমার রাজত্বে
সজ্ঞানে মনের জানা নাই কেবল ভুলে ভুলে যায়।


কলমেঃ রনি পারভেজ (#JD_কাবলিওয়ালা)
সময়কালঃ ২১/১১/২০২৩ (রাত্রে)