ভুবন আমার নদীর পার
ভুবন আমার সঙ্গ সেতার
ভুবন মাঝে অনেক সুর
আমার ভুবন গন্ধ বিধুর
শাখায় শাখায় মহুয়া মধু
ডাকছে মাটি গাঁয়ের বঁধু
ধামসা মাদল বনের ধার
শিমুল পলাশ রূপের সার
রাতের শোভা জোনাক আলো
ঘুঘুর ডাকে সকাল হলো
গন্ধরাজ হাসনুহেনা
ভৈরবীতে বাজছে বীনা ।।