শুনশান নিরবতা
আমি তুমি একা বসা
কথা নাই দুদিকে ঠেসা
কি চাও তুমি রেবেকা?

এতদিন ভালবাসা
এখন কেন অন্য ভাষা
দাও কি ইশারা!
অর্থের লোলুপতা?

মন যেন বিরিয়ানির প্যাকেট
অচিরেই ধরে পোকা
বুঝে গেছি আমি বোকা
পকেট যে আমার ফাঁকা ॥

(০৫/০১ /২০১৮)